Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় এবং  প্রাথমিকশিক্ষাঅধিদপ্তরের আওতাধীন কানাইঘাট উপজেলা শিক্ষা অফিস উপজেলা পরিষদ ভবনে অবস্থিত । দপ্তর প্রধান হলেন উপজেলা শিক্ষা অফিসার। প্রাথমিক স্তরে শিশু জরিপ ও ভর্তি(বিশেষচাহিদাসম্পন্নশিশুসহ), শতভাগ ভর্তি নিশ্চিতকরণে টাস্কফোর্স কমিটি গঠন, বিনামূল্যেবইবিতরণ, বিদ্যালয়পরিদর্শন, এসএমসিওপিটিএগঠন, স্টুডেন্টসকাউন্সিলগঠন, শিক্ষকদেরপেশাগতদক্ষতাওগুণগতমানোন্নয়নেরজন্যপ্রয়োজনীয়প্রশিক্ষণেরব্যবস্থাকরণ(সিইনএড, বিএড, এমএড, সাবক্লাস্টার, বিষয়ভিত্তিকপ্রশিক্ষণ, এসএমসিপ্রশিক্ষণ, নবনিযুক্তশিক্ষকদেরইন্ডাকশনপ্রশিক্ষণ), শিক্ষকদেরবেতনভাতাদিপ্রদান, টাইমস্কেল, দক্ষতাসীমা, পেনশন, গ্রাচুইটি, জিপিএফথেকেঋণগ্রহণ, বিদেশগমণ, বদলি, বিভিন্নধরণেরছুটি, পদোন্নতি, ইত্যাদি কার্যক্রম সম্পাদন করা হয়। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়সমূহে সাময়িক পরীক্ষাসহ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পাদন, প্রাথমিকশিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ কাযক্রম পরিচালিত হয়ে থাকে।